Skip to content

উদ্ধারে গতি আনতে ১৬ ঘণ্টায় মধ্যে ব্রিজ নির্মাণ ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা , মৃতের সংখ্যা বেড়ে ৩১৬!

নিজস্ব প্রতিবেদন:  প্রবল বৃষ্টির জেরে ধসের কারণে দক্ষিণ ভারতের ওয়েনাড় এখন যেন মৃত্যপুরী। ধস বিধ্বস্ত ওয়েনাড়ে মৃত বেড়ে প্রায় ৩১৬। মাইলের পর মাইল জুড়ে এখন শুধুই বিপর্যস্ত জনপদ, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘর-বাড়ি। পাহাড় ভেঙে নেমে আসা পাথর ও কাদামাটির নীচে চাপা পড়ে শতাধিক মানুষ।ভারী যন্ত্রাংশের অভাব, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। তবে এরই মাঝে খানিক হলেও আশার আলো! উদ্ধারকাজে সেখানে বেইলি ব্রিজ তৈরির কাজ শেষ করেছে সেনা। বেইলি ব্রিজ নির্মাণে উদ্ধারকাজের গতি অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশা। বৃহস্পতিবার মাত্র ১৬ ঘণ্টায় বেইলি সেতু নির্মাণ সম্পন্ন করেছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। সেতুর শক্তি পরীক্ষা করতে সেনাবাহিনী প্রথমে তাদের গাড়ি নদীর অপর পারে নিয়ে যায়। কাজ শেষের পর সেতু নির্মাণকারী সেনা কর্মীরা 'ভারত মাতা কি জয়' স্লোগান তোলেন। সেতু নির্মাণের ফলে উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় ভারী যানবাহন ভূমিধসের জায়গায় নিয়ে যাওয়া যাবে। ১৯০ ফুট লম্বা এই সেতু দিয়ে ২৪ টন ওজনের যানবাহন চলাচল করতে পারবে। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণের সন্ধানের খোঁজ। উদ্ধারকাজে তামিলনাড়ু থেকে আনা হয়েছে কয়েকটি স্নিফার ডগ। মাটির নীচে প্রাণের খোঁজ চালাতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

Latest