নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ৮ই মে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম কেআর চৌধুরী নিমপুরা থ্রু অ্যান্ড রিসেপশন ইয়ার্ড পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও তত্ত্বাবধায়কদের বিভিন্ন প্রযুক্তিগত ও নিরাপত্তার দিক নির্দেশনা প্রদান করেন। এখান থেকে, ডিআরএম মেদিনীপুর স্টেশনে পৌঁছে যান এবং এখানে অমৃত স্টেশন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এই সময়, তিনি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেন এবং রেলপথ, সিগন্যাল ইত্যাদির যথাযথ পর্যবেক্ষণের নির্দেশ দেন। ডিআরএম বলেন, নিরাপত্তা নিয়ে কোনো অবহেলা চলবে না।


