Skip to content

বিহারে পূর্ণিয়ায় ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপিত হলো!

1 min read

নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বিহার বাঙালি সমিতির পূর্ণিয়া শাখার উদ্যোগে একটি র‌্যালি বের হয় যা শহরের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় ভাট্টা দুগাবাড়িতে গিয়ে শেষ হয়। এই পদ যাত্রায় উপস্থিত ছিল প্রায় ১৩০জন স্কুলের ছাত্র ছাত্রী সহ বিহার বাঙালি সমিতির সকল সদস্যবৃন্দ। সকাল ৯ টা থেকে ১০টা ৩০ পর্যন্ত পদযাত্রা ঝান্ডা চক, আর এন সা চক,ট্যাক্সি স্ট্যান্ড,কালি বাড়ি চক পরিক্রমা করে।মেঘলা আবহাওয়া,মাঝে মধ্যে হালকা বৃষ্টির ফোঁটা উৎসাহী পথ পরিক্রমাকে আটকাতে পারেনি।এই অনুষ্ঠানে উপস্থিত ভাষাপ্রেমীদের উদ্দেশে অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় ​​সান্যাল বলেন, এই দিবসটি পালনের উদ্দেশ্য হল বিশ্বে ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিকতাকে তুলে ধরা।তিনি আরও বলেন, ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক ভাষা দিবস ঘোষণার ফলে ১৯৫২ সাল থেকে বাংলাদেশে পালিত হওয়া ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়।এসোসিয়েশনের সেক্রেটারি রবীন্দ্র নাহা বলেন, এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য হচ্ছে বহুভাষিক শিক্ষা শিক্ষা ও আন্তঃপ্রজন্মীয় শিক্ষার একটি স্তম্ভ যা তুলে ধরেছে যে মাতৃভাষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং আদিবাসী ভাষার সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই উপলক্ষ্যে সমিতির সুস্মিতা ভট্টাচার্য, সোনালী চক্রবর্তী, জাভা ভট্টাচার্য, তপতী সাহা, চৈতালী সান্যাল, মিদু শাহ, রেখা দাস, ডাঃ অমিত ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অচিন্ত বোস, অশোক মিত্র, স্বপন চক্রবর্তী সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী।রাজেশ দাস, রঞ্জিত চক্রবর্তী, গোপাল পোদ্দার, রামদেব দাস, মণীন্দ্র নাথ মুখোপাধ্যায়, যশোদা কর্মকার, দেবী ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

Latest