পূর্ব মেদিনীপুর,নারায়ন চন্দ্র নায়ক: ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মহিলা সংগঠন "অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের" পক্ষ থেকে মেছেদায় মিছিল সহকারে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মিছিল থেকে আওয়াজ উঠে-এলাকায় কোথাও মদের দোকান বসানো চলবে না,গত ৩রা মার্চ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রীদের উপর কোতোয়ালী থানার পুলিশী লকআপে অমানবিক অত্যাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, মা-বোনদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে,সর্বত্র মদ ও মাদকদ্রব্য-লটারি-অনলাইন লটারি ব্যবসা বন্ধ করার উদ্যোগ নিতে হবে। প্রায় শতাধিক মহিলা এই মিছিলে অংশগ্রহণ করে।নেতৃত্ব দেন মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলানেত্রী সিক্তা মাজী,প্রতিমা মান্না,মায়া খামরই প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে আগামী ১৩ ই মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ওই দাবীতে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে বলে জানানো হয়।
অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন!
