অরিন্দম চক্রবর্তী : ২১শে জুন শনিবার বিশ্ব যোগ দিবস উপলক্ষে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে সেরসা স্টেডিয়ামে রেল কর্মীরা একত্রিত হয়ে যোগাভ্যাস করে দিনটিকে মান্যতা দিল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল মাধ্যমে বক্তব্যের পরেই মাঠে উপস্থিত কর্মীরা তাদের যোগক্রিয়া শুরু করেন। নিয়মিত যোগ ব্যায়াম করলে মানব শরীরের বিভিন্ন রোগ ব্যাধিকে দূরে সরিয়ে রাখা যায় এই ধারণাকে সামনে রেখে পুরুষ ও মহিলা রেল কর্মীরা যোগ ব্যায়াম করে দিনটিকে উদযাপন করেন।

সেই সঙ্গে দক্ষিণ পূর্ব রেলের স্কাউট -গাইড ফেলোশিপের সদস্য ও সদস্যারা ও বোগদা টিকিট বুকিং কাউন্টারের সামনে যোগ ও প্রণাম করে দিনটিকে উজ্জ্বল করে তোলেন। যোগাভ্যাস করে শরীরকে কিভাবে নীরোগ রাখা যায় উপস্থিত ব্যক্তিরা সাধারণ মানুষদের তা বলেন। এদিন পতঞ্জলি যোগ সংস্থা ওল্ড সেটেলমেন্ট বালাজি মন্দির প্রাঙ্গনে সকাল সাড়ে পাঁচটায়। যোগাভ্যাস করে দিনটিকে স্মরণ করেন।

অন্যদিকে মৃদঙ্গম পরিচালিত সুভাষপল্লী কালীমন্দির যোগাসন কেন্দ্রে ও যোগাভ্যাস করে দিনটিকে যথোচিত মর্যাদায় পালন করা হয়।
