Skip to content

IPL-2025,প্রথম ম্যাচে লড়াই সিনিয়র-জুনিয়ার ক্যাপ্টেনের,মাঠে কেকেআর বনাম আরসিবি!

নিজস্ব প্রতিবেদন : শনিবার ইডেনে IPL (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর এবারের মরসুম শুরু হচ্ছে। জানা যাচ্ছে উদ্বোধনী ম্যাচ শুরুর আগে আগামী বৃহস্পতিবার মুম্বইয়ে সব দলের অধিনায়কদের নিয়ে হচ্ছে ‘ক্যাপ্টেন্স মিট’-। প্রথম ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফি ধরে রাখা লক্ষ্য নিয়ে কেকেআর গত বারের মূল টিমটা ধরে রেখেছে। নাইটদের নেতৃত্ব দেবেন রাহানে। বেশ কিছু নতুন ও অভিজ্ঞ মুখ নিয়ে টিম কেকেআর। অন্যদিকে নতুন ক্যাপ্টেন পেল আরসিবি। নেতৃত্ব দেবেন রজত পাটীদার। সোমবার দলের সব ক্রিকেটারকে সঙ্গে নিয়ে এক মঞ্চে হাজির ছিলেন কিং কোহলি। নতুন ক্যাপ্টেন পাটীদার মঞ্চে আসার আগে কোহলি বলেন, “এর পরে যে ছেলেটা আসছে সে আপনাদের দলকে অনেক দিন ধরে নেতৃত্ব দেবে। তাই যতটা পারেন ওকে ভালবাসা দিন। ও অসাধারণ প্রতিভা। দারুণ ক্রিকেটার। আমরা সবাই সেটা দেখেছি। ওর কাঁধের উপরে একটা শক্তিশালী মাথা রয়েছে। আমি নিশ্চিত এই দলের দায়িত্ব নিয়ে ও অনেক কাজ করবে এবং দলটাকে এগিয়ে নিয়ে যাবে। নেতা হওয়ার জন্য যা দরকার তার সব কিছু ওর মধ্যে রয়েছে।” মঞ্চে পাটীদার আসার পর তাঁর হাতে একটি বিশেষ মেমেন্টো তুলে দেন কোহলি। নতুন অধিনায়ক পাটীদার বলেন, “বিরাট ভাই, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেলের মতো কিংবদন্তিরা আরসিবি-র হয়ে খেলেছে। আমি ওদের দেখেই বড় হয়েছি। ছোটবেলা থেকেই এই দলটাকে ভালবাসি। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় একটা দলে নতুন দায়িত্ব নিতে পেরে আরও বেশি খুশি।”

Latest