Skip to content

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো আইপিএল ২০২৫!

 নিজস্ব সংবাদদাতা : অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো আইপিএল২০২৫  সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বোর্ডের এক কর্তা।  বৃহস্পতিবার ৮ই মে আইপিএলে দুর্দান্ত ম্যাচ চলছিল পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে।  কিন্তু হঠাৎ করেই আলো নিভে যায় বাতিস্তম্ভের, এরপরই ম্যাচ বাতিল করা দেওয়া হয়। সাম্প্রতিক পরিস্থিতির জেরে তাঁদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। সেজন্যই শুক্রবার সকালে কেন্দ্রীয় সরকার, আইপিএল গভর্নিং কাউন্সিলে সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল বিসিসিআই ৷ সেখানেই আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

 সংবাদসংস্থা পি.টি.আই প্রেস বিজ্ঞপ্তি

Latest

বর্ষার পূর্বে নদী ও নিকাশী খাল সংস্কারের গতিবৃদ্ধি এবং ভেঙে যাওয়া কাঁসাইয়ের নদীবাঁধ শক্তপোক্তভাবে নির্মাণের দাবীতে ২২ মে জেলা শাসক দপ্তরে বিক্ষোভের ডাক বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির!