Skip to content

IPL কি বন্ধ হয়ে যাবে?

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ৮ই মে আইপিএলে দুর্দান্ত ম্যাচ চলছিল পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে। প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিংয়ের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে পঞ্জাব বেশ মজবুত জায়গায় ছিল। প্লে অফে যেতে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূ্র্ণ ছিল দুই দলের কাছেই। কিন্তু হঠাৎ করেই আলো নিভে যায় বাতিস্তম্ভের, এরপরই ম্যাচ বাতিল করা দেওয়া হয়। সাম্প্রতিক পরিস্থিতির জেরে তাঁদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। নিরাপত্তার কারণে দেশের বেশ কিছু বিমানবন্দর বন্ধ। ফলে টিমগুলির ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্সের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। বেশ কিছু বিমানবন্দরের মধ্যে রয়েছে ধরমশালা এবং চন্ডীগড়ও। এবারের আইপিএল আদৌ চলবে নাকি ভারত-পাকিস্তানের মধ্যে এই যুদ্ধের আবহে প্রতিযোগিতা বাতিল করা হবে, সেই নিয়ে শুক্রবারই বিসিসিআই বৈঠকে বসতে চলেছে।

Latest