Skip to content

মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা বাংলাদেশের!

ঢাকা, জাকির হোসেন: শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে কড়া অবস্থান নিল বাংলাদেশ। আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের আসন্ন মরসুমের সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশ কার্যকর করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তার পিছনে কোনও যুক্তিসঙ্গত কারণ জানানো হয়নি। এই সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ মানুষকে “ব্যথিত ও ক্ষুব্ধ” করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
মন্ত্রকের সহকারী সচিব মোহাম্মদ ফিরোজ খান স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, “এই প্রেক্ষাপটে জনস্বার্থে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত সব ধরনের খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে বলা হচ্ছে।” বিজ্ঞপ্তিটি বাংলাদেশ বেতার-সহ দেশের সমস্ত টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠানো হয়েছে। সরকারি সূত্রের দাবি, জাতীয় স্বার্থ ও দেশের ক্রিকেটারদের মর্যাদার প্রশ্নেই এই কঠোর সিদ্ধান্ত। মুস্তাফিজের মতো আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না—এই মনোভাব থেকেই পদক্ষেপ। শনিবার আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে এক পোস্টে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানান। তিনি লেখেন, ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের এই আচরণ দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি অবমাননা। এর পর রবিবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সরকার আইপিএল সম্প্রচার বন্ধের আইনি ভিত্তি খতিয়ে দেখছে।মুস্তাফিজকে কেকেআর দলে নেওয়া হয়েছিল আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকাতে। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এবং কিছু উগ্র গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার নির্দেশে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়।এই ঘটনার জেরেই আন্তর্জাতিক ক্রিকেটেও প্রভাব পড়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে অনুরোধ করেছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, বিসিবির চিঠি পাওয়ার পরই আইসিসি নতুন সূচি তৈরির প্রক্রিয়া শুরু করেছে। মূল সূচি অনুযায়ী, গ্রুপ সি-তে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় (৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে) এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিরুদ্ধে খেলার কথা ছিল। এই টানাপোড়েন অনেকের কাছেই ভারত–পাকিস্তান ক্রিকেট সম্পর্কের স্মৃতি ফিরিয়ে আনছে।

Latest