নিজস্ব সংবাদদাতা : এবার ১২ জন পুলিশ আধিকারিক (আইপিএস, ডব্লুবিপিএস)-কে বদলি করা হয়েছে। বেশ কয়েক জনকে লোকসভা ভোটের সময় বদলি করেছিল কমিশন। ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের এসপি পদ থেকে সরানো হয়েছিল ধৃতিমান সরকারকে। পাঠানো হয়েছিল আইবি বিভাগে। ধৃতিমান সরকারকে আবার পশ্চিম মেদিনীপুরের এসপি পদে ফেরানো হয়েছে।পশ্চিম মেদিনীপুরের এসপি পদে বসানো হয়েছিল সোনাওয়ানে কুলদীপ সুরেশকে তাঁকেও আইবি বিভাগে পাঠানো হয়েছে। বিধাননগর পুলিশের কমিশনার পদ থেকে সরানো হয়েছে আইপিএস গৌরব শর্মাকে। তাঁকে এসটিএফের আইজি পদে বদলি করা হয়েছে। বিধাননগর পুলিশের কমিশনার পদে বসানো হয়েছে মুকেশকে। তিনি পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ (আইবি)-এ আইজি পদে ছিলেন। ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশে সুন্দরবন পুলিশ জেলার এসপি পদ থেকে সরিয়ে ট্র্যাফিক বিভাগের এসপি করা হয়েছিল কোটেশ্বর রাওকে। আবার কোটেশ্বর রাওকে ফেরানো হয়েছে সুন্দরবন পুলিশ জেলার এসপি পদে। কোটেশ্বরের জায়গায় সুন্দরবনের এসপি করা হয়েছিল সন্দীপ কারাকে। তাঁকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পশ্চিম) পদে বসানো হয়েছে। একই ভাবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আবার পুরুলিয়ার এসপি পদে ফেরানো হয়েছে। ভোটের সময় কমিশনের নির্দেশে তাঁকে পাঠানো হয়েছিল আইবি বিভাগে।পুলিশ অফিসার অভিজিতের জায়গায় পুরুলিয়ার এসপি পদে বসানো হয়েছিল আশিস মৌর্যকে। তাঁকে আইবি বিভাগে পাঠানো হয়েছে।