Skip to content

ট্রেনের খাবারে জ্যান্ত আরশোলা!

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি এক যাত্রী সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওটিতে নিরামিষ থালি দেখা গিয়েছে। থালিতে রয়েছে ভাত, রুটি, ডাল, সবজি এবং গোলাপজামুন। থালার উপর প্লাস্টিকের আস্তরণ রয়েছে। তা সত্ত্বেও গোলাপজামুনের উপরে হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছে আরশোলাকে। যাত্রীর দাবি, কিছুটা খাবার খেয়ে ফেলেন তিনি। তার পরই দেখতে পান গোলাপজামুনের উপর হেঁটেচলে বেড়াচ্ছে আরশোলা। তা দেখেই খাওয়া বন্ধ করে দেন তিনি।আইআরসিটিসিকে ট্যাগ করা ওই ভিডিও সোশাল মিডিয়ায় প্রায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আইআরসিটিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না বলেই দাবি নেটিজেনদের। আবার কেউ কেউ মজার ছলে বলছেন, “প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়েছে আবার কেউ কেউ গোলাপজামুনে আরশোলার ঘোরাফেরাকে ‘ওয়াইল্ডকার্ড এন্ট্রি’ বলে দাবি করেছেন।

0:00
/0:14

Latest