Skip to content

সব জট কাটিয়ে আইএসএল শুরু ১৪ ফেব্রুয়ারি, তবু স্পনসর আর সম্প্রচার করবে কারা? নিয়ে ধোঁয়াশা!

নিজস্ব সংবাদদাতা : অবশেষে দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নিয়ে। মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সরাসরি হস্তক্ষেপে ফেডারেশন ও আইএসএল ক্লাবগুলির বৈঠকেই স্পষ্ট হয়ে গেল লিগের ভবিষ্যৎ রোডম্যাপ। বৈঠক শেষে ক্রীড়ামন্ত্রী জানিয়ে দেন, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে আইএসএল, এবং ১৪টি দলই অংশ নিতে রাজি হয়েছে। মঙ্গলবারের বৈঠক শেষে মনসুখ মাণ্ডব্য বলেন,“১৪ ফেব্রুয়ারি আইএসএল শুরু হবে। ১৪টি দলই খেলতে সম্মত। এই লিগ থেকেই আগামী দিনে দেশের জন্য আরও বড় ফুটবলার উঠে আসবে বলে আমরা আশাবাদী।” ক্রীড়ামন্ত্রীর ঘোষণায় আইএসএল শুরু হওয়ার দিনক্ষণ স্পষ্ট হলেও, বাস্তব চিত্র এখনও পুরোপুরি স্বস্তির নয়। সূত্রের খবর, বৈঠকে ক্লাবগুলির সামনে যে সম্ভাব্য রোডম্যাপ তুলে ধরা হয়েছে, সেখানে আর্থিক সমস্যার স্থায়ী সমাধানের দিশা স্পষ্ট নয়। প্রস্তাব অনুযায়ী, প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে—হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। লিগ পর্বের পর আগের মতোই নকআউট পর্ব হবে। কোন ম্যাচ হোম আর কোন ম্যাচ অ্যাওয়ে খেলবে, তা ঠিক করার দায়িত্ব ক্লাবগুলির উপরই ছেড়ে দেওয়া হয়েছে। যদিও একাধিক ক্লাব এই প্রস্তাব নিয়ে আলোচনা করার সময় চেয়েছিল, কিন্তু ক্রীড়ামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন—সিদ্ধান্ত নিতে হবে সঙ্গে সঙ্গে। কার্যত সেই চাপেই প্রস্তাব মেনে নিতে বাধ্য হয় ক্লাবগুলি। লিগ আয়োজনের মোট খরচ ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লক্ষ টাকা। এর মধ্যে ৯ কোটি ৭৭ লক্ষ টাকা দেবে এআইএফএফ, আর বাকি অর্থ জোগাতে হবে ক্লাবগুলিকেই। লিগের স্বার্থে প্রতিটি ক্লাবই ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে ১ কোটির কিছু বেশি টাকা দিতে রাজি হয়েছে, পাশাপাশি নিজেদের হোম ম্যাচের সমস্ত খরচও তাদেরই বহন করতে হবে। তবে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন এখনও থেকেই যাচ্ছে—আইএসএলের কমার্সিয়াল পার্টনার কে হবে? আর সম্প্রচার করবে কারা? জানা গিয়েছে, স্পনসরের জন্য ফেডারেশন নতুন করে টেন্ডার ডাকতে চলেছে। আগের টেন্ডারের কিছু কঠোর শর্ত শিথিল করার পরিকল্পনা রয়েছে, যার জন্য আবারও সুপ্রিম কোর্টের অনুমতি প্রয়োজন। সব ঠিক থাকলে বুধবারই শীর্ষ আদালতে আবেদন করা হবে এবং ১০ জানুয়ারি নতুন করে টেন্ডার ডাকার সম্ভাবনা। সমস্যা হল, আগের বার টেন্ডার ডাকা হলেও কোনও সংস্থাই আগ্রহ দেখায়নি। এবারও তার নিশ্চয়তা নেই। যদিও সরকারি স্তরে সক্রিয় সহায়তা থাকায়, এবার স্পনসর পাওয়া যাবে বলেই আশা করছে ফেডারেশন। কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত স্পনসর বা সম্প্রচারকারী নিয়ে কোনও চূড়ান্ত নিশ্চয়তা নেই। সব মিলিয়ে, তারিখ ঘোষণা হলেও আইএসএলের সামনে এখনও একাধিক কাঁটা। মাঠে বল গড়াতে আর এক মাসের একটু বেশি সময় বাকি। তার আগে স্পনসর ও সম্প্রচার সংক্রান্ত জট কাটে কি না, সেটাই এখন দেখার।

Latest