Skip to content

ইসরায়েল বৃষ্টির মতো রকেট ছুড়ল হিজবুল্লাহ!

1 min read

নিজস্ব সংবাদদাতা :   লেবাননজুড়ে পেজার-ওয়াকিটকিতে বিস্ফোরণ ও কমান্ডার হত্যার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃষ্টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহ। লেবাবনের সশস্ত্র গোষ্ঠীর মুহুর্মুহু হামলায় দেশটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই হামলার পর দেশটির উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর ক্রমবর্ধমান সংঘাতে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) বলেছে, রোববার ভোরে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রাতভর প্রায় ১৫০টি হামলা হয়েছে। এর মধ্যে রকেট, ক্রুজ মিসাইল ও ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। আইডিএফের দাবি, বেশির ভাগ হামলা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে। সেখানে ‘অল্প সংখ্যক’ আঘাতের ঘটনা ঘটেছে। দেশটির কিরিয়াত বিয়ালিক, সুর শালোম ও মোরেশেট এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাত চিহ্নিত করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের ভিডিওতে উত্তরের শহর কিরিয়াত বিয়ালিকের একটি রাস্তার কোণে গাড়িতে আগুন দেখা গেছে। এটি ২০০৬ সালের ইসরায়েল-লেবানন যুদ্ধের পর থেকে ইরানসমর্থিত গোষ্ঠীটির সবচেয়ে গভীরতম আঘাতের প্রমাণ চিহ্নিত করে। ক্ষেপণাস্ত্র হামলায় রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো প্রশ্নের জবাব দেয়নি। ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, হামলায় তিনজন আহত হয়েছেন।

Latest