Skip to content

মহা সমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা!

নিজস্ব সংবাদদাতা : সকাল থেকে উৎসব মুখরিত জগন্নাথ ধাম। ২২ জুন, শনিবার জগন্নাথদেবের স্নানযাত্রা। স্নানযাত্রা ঘিরে দিন কয়েক আগে থেকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। উৎসবমুখর পুরী ও মেদিনীপুরে। জগন্নাথদেবের স্নানযাত্রাকে ঘিরে ভক্তদের ঢল নেমেছে পুরীতে। স্নানযাত্রার দিন থেকেই শুরু হয়ে যায় রথযাত্রার কাউন্টডাউন। রথের আগে জৈষ্ঠ্য মাসের পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয়। লাখ ভক্ত সমাগম পুরীর জগন্নাথ ধামে। ১০৮টি ঘড়া জল দিয়ে স্নান করানো হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিন বিগ্রহ। জগন্নাথ মন্দিরের উত্তর দিকে কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে বিগ্রহ ধোয়ানো হয়।প্রথমে জগন্নাথ, তারপর বলরাম ও শেষে সুভদ্রার পুজো করে স্নানের জন্য নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানের পর গজাননের পোশাকে সজ্জিত হন প্রভু জগন্নাথ। দিনভর জগন্নাথকে গজবেশে দেখতে পাবেন ভক্তরা। সাধারণত বছরে একবার মহাপ্রভু শ্রীজগন্নাথ তাঁর ভাই-বোনদের সঙ্গে স্নান করেন। এই বিশেষ দিনটি জগন্নাথদেবের জন্মদিন হিসেবেও পালন করা হয়। স্নানযাত্রার দিন বিশেষ ধর্মীয় বিধি মেনে সারাদিন চলে পুজোর্চনা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নানের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সকালে মন্দিরের 'রত্ন সিংহাসন' থেকে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা এবং ভগবান বলভদ্রের বিগ্রহগুলিকে বের করা হয়। এরপর মন্ত্র উচ্চারণ এবং ঘণ্টা, ঢোল, করতালের শব্দে স্নান বেদির উদ্দেশ্যে শোভাযাত্রা বের করা হয়। এরপর তিন দেব-দেবীর বিগ্রহকে স্নান করানো হয়।

Latest