Skip to content

অমিত শাহ : স্বর্গ থেকে ইন্দিরা গান্ধী নেমে এলেও আর্টিকেল ৩৭০ ফেরাতে পারবে না!

নিজস্ব সংবাদদাতা : অধিবেশনের প্রথম দিন থেকে ৩৭০ ধারা নিয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীর বিধানসভা। এনিয়ে রাজনৈতিক চাপানউতরও কম চলছে না দেশে। বুধবার অমিত শাহ বলেন, '৩৭০ ধারা কাশ্মীরে ফেরানো হবে না। কংগ্রেস যতই চেষ্টা করুক। যদি ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে ফিরেও আসেন, তাহলেও ৩৭০ ধারা ফেরানো হবে না।' এরপরই উঠে আসে সংরক্ষণের বিষয়।মহারাষ্ট্রে ভোটপ্রচারে গিয়ে এক জনসভায় শাহ বলেন, “এমনকী ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও ৩৭০ ধারা পুনর্বহাল করতে সক্ষম হবেন না।” কেন্দ্রীয়মন্ত্রী এটা পরিষ্কার করে দেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে যে ৩৭০ ধারা বাতিল করেছিল, তা কোনো পরিস্থিতিতেই ফিরিয়ে আনা হবে না। তিনি সুর চড়িয়ে বলেন, "ইন্দিরা গান্ধীকেও যদি স্বর্গ থেকে আসতে হয়, ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে না।"

Latest