নিজস্ব সংবাদদাতা : ডিসেম্বর, ২০২৩ বিহার পাবলিক সার্ভিস কমিশনে প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আবার দুর্নীতির হট নিউজে বিহার। মূলত সেই বিষয়কে নিয়ে পরীক্ষা বাতিলের দাবিতে গত ২ জানুয়ারি পটনার গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেন জন সুরজ নেতা প্রশান্ত কিশোর। সেই মতো অনশন শুরুর ২ দিন পর পুনরায় পরীক্ষা নেওয়া হয় ২২টি সেন্টারের পরীক্ষার্থীদের। তবে পরীক্ষা বাতিলের দাবিতে অনশন চালিয়ে যান পিকে। অনশন মঞ্চে থাকা কালীনই সোমবার ভোরে মঞ্চ থেকে প্রশান্ত কিশোরকে তুলে ও গ্রেফতার করে পুলিশ। আদালতে বিচারক আরতি উপাধ্যায় প্রথমে প্রশান্ত কিশোরকে ২৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করে জানিয়েছিলেন, ভবিষ্যতে এইরকম প্রতিবাদে অংশ নিতে পারবেন না তিনি। কিন্তু, নিঃশর্ত জামিনের পক্ষে সওয়াল করেন পিকের আইনজীবী। জামিনের বন্ডে স্বাক্ষরও করেননি। এরপর বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে ওই বিচারকই কোনও শর্ত ছাড়াই প্রশান্ত কিশোরের জামিন মঞ্জুর করেন। জামিন পেয়েই জন সুরজ দলের নেতা প্রশান্ত কিশোর জানিয়ে দেন, অনশন জারি রাখবেন। কিন্তু টানা অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিন রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর অনুযায়ী রাখা হয়েছে আই সি ইউ তে।