পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : এবার ২৬ এর নির্বাচনে বাংলায় তৃণমূলের প্রতিপক্ষ হিসেবে নির্বাচনী ময়দানে নামতে চলেছে লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। ১০ই জানুয়ারী শনিবার মেদিনীপুর শহরে অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়লো NDA এর অন্যতম শরিক দল লোক জনশক্তি পার্টি (রামবিলাস) এদিন লোক জনশক্তি পার্টি। লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) থেকে খাগড়িয়া লোকসভা কেন্দ্রর সাংসদ রাজেশ ভার্মার হাত ধরে ৫০ জন জইনিং করেন লোক জনশক্তি পার্টিতে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস) এর সাংসদ রাজেশ ভার্মা সহ দলের অন্যান্য কর্মকর্তা এবং কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত রাজেশ ভার্মা জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে এবার বাংলায় পরিবর্তন আনতে, সবার বিকাশ, সবার বিশ্বাস অর্জন করতে NDA জোটের সরকার দরকার।

বিহারের উন্নয়নের জন্য মানুষ যেভাবে NDA জোটের সরকারকে সুযোগ দিয়েছে, এবার বাংলাতেও NDA জোট ২০০ বেশি আসন পেয়ে বাংলার ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। দলের সর্বোচ্চ নেতৃত্ব চিরাজ পাসোয়ানের নেতৃত্বে বাংলায় NDA জোটকে মজবুত করতে আগামীদিনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করবে লোক জনশক্তি পার্টি (রামবিলাস) বলেও জানিয়েছেন তিনি।