Skip to content

হুবহু মিলে যাচ্ছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী!

নিজস্ব সংবাদদাতা:  তিনি যা বলছেন, পরপর মিলে যাচ্ছে তাই। জাপানের বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী কি এবার মিলে যাচ্ছে হুবহু। তাহলে কি অপেক্ষা করে রয়েছে আরও বড় বিপর্যয়।বুলগেরিয়ার বাসিন্দা ছিলেন বাবা ভাঙ্গা। চোখে দেখতে পেতেন না এই দূরদর্শী মহিলা, তবে নিখুঁত ভবিষ্যত বলে দিতেন। ১৯৯৬ সালে মারা গিয়েছেন তিনি, কিন্তু মৃত্যুর আগে ভবিষ্য়দ্বাণী করে গিয়েছেন অনেক কিছু। এমনকী, পৃথিবী কবে ধ্বংস হবে, তাও বলে গিয়েছেন। চলতি বছরের অগস্ট মাসের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী ৫ জুলাই, ২০২৫-এ ভয়ানক ভূমিকম্প হওয়ার কথা ছিল জাপানে। আর এই ভূমিকম্প থেকেই জাপানে আছড়ে পড়তে পারে ভয়াবহ সুনামি, আশঙ্কা ছিল তা নিয়েও। ২০২১ সালে প্রকাশিত রিও তাতসুকির "দ্য ফিউচার আই স" বইয়ে এই ভয়াবহ ভবিষ্যতের কথা লেখা রয়েছে। যদিও জাপান সরকার জানিয়েছিল, এই ধরনের কোনও সম্ভাবনা নেই। একই সঙ্গে, সে দেশের সরকার একটি রিপোর্টে দাবি করেছিল, নানকাই ট্রফ বা নানকাই ভূতাত্ত্বিক খাত বরাবর ‘মহাভূমিকম্প’-এর ফলে কাঁপতে পারে জাপানের বিস্তীর্ণ এলাকা।কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে, ভূমিকম্পে জেরবার জাপান ইতিমধ্যেই। বাবা ভাঙ্গা আরও একটি অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি লিখে গিয়েছেন, “হাত ভেঙে দুই টুকরো হবে, এবং তারা নিজ নিজ পথে চলবে”। অনেকের অনুমান, ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়নের মতো বড় কোনও সংগঠন বা জোট ভেঙে যেতে পারে।একই সঙ্গে উল্লেখ্য, আশ্চর্যজনকভাবে,রিও তাতসুকি যে জায়গার কথা তিনি বলেছিলেন ঠিক সেখানেই গত ২ জুন মাউন্ট শিনমোয়েডাকে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে।

Latest