নিজস্ব সংবাদদাতা : সর্বভারতীয় জয়েন্টে সারা দেশে ত্রয়োদশ এবং রাজ্যে প্রথম স্থান দখল করলেন খড়গপুরের অর্চিষ্মান মাইতি।খড়গপুরের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের বারবেটিয়ার বাসিন্দা। খড়গপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র অর্চিষ্মান তাঁর এই সাফল্যে খুশি কিন্তু আনন্দে ভেসে যেতে রাজি নন। অর্চিষ্মান বলেন, পরীক্ষায় ভালো ফল হবে এটা বুঝেছিলাম। ভবিষ্যতে তিনি খড়গপুর আইআইটিতে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান। পরীক্ষা দিতে ২৬ জানুয়ারি কলকাতার উদ্দেশে যাচ্ছিলেন অর্চিষ্মান। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাবা,মা। পরীক্ষায় আর বাকি ছিল ৩ দিন। আর সেই ২৬ জানুয়ারি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তাঁরা। যদিও সেভাবে আহত হননি তাঁরা। দুর্ঘটনার সেই রেশ পার করে ২৯ জানুয়ারি পরীক্ষায় বসেছেন মেদিনীপুরের ভূমিপুত্র অর্চিষ্মান। আর ফলাফল ৯৯.৯৮৭৫৭%। বাবা, এক ওষুধ সংস্থার কর্মী। মা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত। বাবা মিঠুন নন্দী বলেন, আইআইটি খড়্গপুরে কম্পিউটার সায়েন্স পড়াশোনা করার ইচ্ছে রয়েছে অর্চিষ্মানের। তিনি মনে করিয়ে দেন অর্চিষ্মানের মামাতো দাদু বঙ্কিমবিহারী মাইতি ও আইআইটি খড়্গপুর থেকে রসায়নে স্নাতকোত্তর পাস করেছেন। দাদুভাই-ই অর্চিষ্মানের অনুপ্রেরণা বলেও জানিয়েছেন।