নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার লোকসভায় ওয়াকফ সংক্রান্ত জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল রিপোর্ট পেশ করে জানালেন ওয়াকফ সংশোধনী বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) রিপোর্ট পেশের সময়সীমা বৃদ্ধি পেল। বলা হয়েছে জেপিসি ওয়াকফ সংক্রান্ত রিপোর্ট পেশ করবে আগামী বাজেট অধিবেশনের শেষে । এদিকে, ওয়াকফ জেপিসির অন্যতম সদস্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা কমিটির সময়সীমা বৃদ্ধির দাবি আগেই জানিয়েছিলেন। গত মঙ্গলবার সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জগদম্বিকাপালকে বলতে শোনা গিয়েছিল, ‘‘কমিটির রিপোর্ট দেওয়ার সময়সীমা বৃদ্ধি পাবে।’’ জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা বলেন, ‘‘আমি জানি না, আর আপনি জেনে গেলেন?’’ জবাবে তৃণমূল সাংসদ কল্যাণ বলেন , ‘‘আপনি লিখে রেখে দিন। সময় বাড়বে!’’। কার্যত বিরোধীদের চাপেই লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে বৃহস্পতিবার জেপিসির রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি পেল।