Skip to content

সিপিআইএম এর ৬জন কর্মী কে অপহরন ও খুনের ঘটনার অভিযোগে,সাজা ঘোষনা করেন মহামান্য আদালত!

1 min read

নিজস্ব সংবাদদাতা : সিপিআইএম এর ৬জন কর্মীকে অপহরন ও খুনের ঘটনার অভিযোগে, ঝাড়খন্ড পার্টির ৪৫জন কে আজ যাবজ্জিবন সাজা ঘোষনা হয় অ্যাডিসনাল ডিস্ট্রিক্ট জাজ-২ এর এজলাসে। সাজা ঘোষনা করেন মহামান্য বিচারক অরবিন্দ মিশ্র।১৯৯৩ সালের ৭ই মে বেলপাহাড়ি থানার হিজলার জঙ্গল এলাকা থেকে ৬জন সিপিআইএম কর্মী কে অপহরন করে খুন করা হয় বলে অভিযোগ।১৯৯৩ সালের ৭ইমে মনোজ গড়াই, বিপুল মাহাত,কার্ত্তিক মাহাত, ডাঃসৌমেন মুখার্জ্জি,সাধন মাহাত, বিদ্যুৎ মাহত সকাল ৯টা নাগাদ বাড়ি থেকে বের হয় বেলপাহাড়ি র হিজলার উদ্দেশ্যে।৫টি সাইকেলে ৬জন রওনা হয়েছিলো। সেখানে সিপিএম পার্টির ঘরোয়া মিটিং ছিলো। বেলা ১০ টায় মিটিং শুরু হলেও ঐ ছয় জন পার্টি কর্মী কেউ ই উপস্থিত হয়নি। বেলা ১১টার পর মিটিং উপস্থিত বাকি সদস্য রা তাদের খোঁজে বের হলেও কাউকে পাওয়া যায়নি। তবে হিজলার জঙ্গল রাস্তা থেকে তাদের অপহরণ করা হয় বলে জানা যায়। পরদিন কপাট কাটার জঙ্গল থেকে সকলের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ, ছুরি, বল্লম, লাঠি, তিরকার দিয়ে নৃশংস ভাবে তাদের হত্যা করা হয়েছে।এই ঘটনায় ৮/০৫/৯৩ তারিখে ঝাড়খন্ড পার্টির ১০৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনায় গতকাল মহামান্য আদালত ৪৫ জন অভিযুক্তর সাজা ঘোষনা করেন। এবং আজ তাদের যাবজ্জীবন এর নির্দেশ দেন সাথে প্রত্যেকের ২২হাজার টাকার জরিমানা।অভিযুক্তদের ১৪৭,১৪৮,১৪৯,৩৬৪,৩০২,২০১,৩৪,১২০/বি, ধারায় দোষী সাব্যস্ত করা হয়।ঝাড়খন্ড পার্টির ১০৩ জন অভিযুক্তর মধ্যে ৪৫ জন এরসাজা ঘোষনা হয়। ৩৯জন মারা গেছেন, ১৯ জন অ্যাবসকনডাক্ট।তবে অভিযুক্তদের পরিবার থেকে জানান হয় এই রায় এর বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবে। তাদের বাড়ির লোকরা নির্দোষ।

Latest