Skip to content

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে বাড়িতে এলো বিদ্যুৎ!

নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্থানীয় গ্রাহক পরিষেবা কেন্দ্রে আবেদন করেও মিলছিলোনা নতুন ইলেকট্রিক কানেকসান । ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় আবেদনের চার মাসের মধ্যেই বাড়িতে নতুন বিদ্যুৎ কানেকসান পেলেন গোপীবল্লভপুর থানার ভীলা গ্রামের সুবোধ হাঁসদা এবং কেসব হাঁসদা । স্থানীয় টিউশন মাস্টারের মাধ্যমে বেলিয়াবেড়া ব্লকের 'অধিকার মিত্র' রীতা দাস দত্তের সাথে যোগাযোগ করেন সুবোধ হাঁসদা । রীতার মাধ্যমে দীর্ঘ দিনের সমস্যার সমাধানের জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকারের কাছে লিখিত আবেদন জানান সুবোধ এবং কেসব । এদের লিখিত আবেদনের ভিত্তিতে রুজু হয় প্রী লিটিগেশান মামলা। তলব করা হয় গোপীবল্লভপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসের স্টেশন মেনেজারকে । প্রথম শুনানিতেই কিছুটা সময় চান স্টেশন মেনেজার । দ্বিতীয় শুনানির দিনেই নতুন ইলেকট্রিক কানেকসান পেয়ে যান সুবোধ এবং কেসব দুজনেই । বাড়িতে আলো জ্বলতে দেখে বুধবার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে এসে সচিব মেডামকে ধন্যবাদ জানান দুজনেই । এর পরেই মামলার নিস্পত্তি করেন বিচারক । সুবোধ আমাদেরকে জানান নতুন কানেকসান পাওয়ার জন্য বুহুবার গোপীবল্লভপুর ইলেকট্রিক অফিসে গিয়েও কোন কাজ হয়নি কিন্তু বিচারক মেডামকে জানানোর পর বিদ্যুৎ বন্টন সংস্থা চৌদোটি খুঁটি পুঁতে আমার বাড়িতে নতুন কানেকশন পৌঁছে দিয়েছেন ।

Latest