Skip to content

মহাশীষ মাহাতোর উদ্যোগে মানিকপাড়ায় আন্তর্জাতিক শিশুকন্যা দিবস উদযাপন!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার আমডিহা শিশু উদ্যানে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এই শিশু উদ্যানের সভাপতি তথা বিশিষ্ট সমাজকর্মী মহাশীষ মাহাতোর উদ্যোগে দিনটি পালিত হলো।

বিশ্বজুড়ে লিঙ্গ বৈষম্য চিরতরে মুছে যাক, মেয়েদের অধিকার,শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা,সমান অধিকার নিশ্চিত করা এবং বাল্যবিবাহ দূর করার শপথ ও অঙ্গীকারের মাধ্যমে দিনটি পালিত হলো ।

মহাশীষ মাহাত জানান,এই দিবসটির মর্যাদা রক্ষা করতে গেলে এবং দিনটির তাৎপর্য বজায় রাখতে গেলে শুধুমাত্র প্রতীকী ভাবে দিনটি পালন করে থেমে থাকলে হবে না। কন্যাশিশুদের অধিকার রক্ষা , তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।কন্যাশিশুরা যাতে সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন থেকে বঞ্চিত না হয় সেটা সুনিশ্চিত করাই আজকের দিনে আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য।

Latest