Skip to content

পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়লেন পড়ুয়ারা,সাঁওতালি প্রশ্নপত্র না পেয়ে সাদা খাতা জমা দিলো!

ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা: পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়লেন পড়ুয়ারা। অলচিকি হরফে প্রশ্নপত্র না পেয়ে সাদা খাতা জমা দিলেন ঝাড়গ্রাম নানিবালা বিদ্যালযের ৪৪জন পড়ুয়া। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঝাড়গ্রাম নানিবালা বিদ্যালযের ডিএলএড এর দ্বিতীয় বর্ষের পরীক্ষা। এ দিন ছিল প্রথম পরীক্ষা। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে পড়ুয়ারা দেখেন, প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজিতে। ছাত্রছাত্রীদের অভিযোগ, সাঁওতালি ভাষায় প্রশ্নপত্র না পেয়ে ২ ঘণ্টা পর পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসেন সকলে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় ঝাড়গ্রাম নানিবালা বিদ্যালযের চত্বরে ।

Latest