Skip to content

বেআইনি বালি পাচার মামলায় ED-র হাতে গ্রেপ্তার ঝাড়গ্রামের খাদান মালিক,৭৮ কোটি টাকার দুর্নীতি!

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলায় একাধিকবার বেআইনি বালি খাদান গুলিতে হানা দিয়েছিল ইডি আধিকারিকদের দল। বেশকিছু নথি জোগাড় করা হয়েছিল অবৈধ বালি কারবাদীদের বিরুদ্ধে এবার বালি পাচার মামলায় প্রথম এক খাদান মালিক কে গ্রেফতার করল ইডি। সূত্রের খবর গ্রেফতার করা হয়েছে জি.ডি মাইনিং কোম্পানির প্রধান অরুন শরাফ-কে। কলকাতার বালি থেকে গ্রেফতার হয়েছে তাঁকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ভুয়ো চালান তৈরি করে বালি পাচারের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে জিডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফ এর বিরুদ্ধে । এই বেআইনি বালিকার বাড়ি দের বিরুদ্ধে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তল্লাশি চালায় ইডি। একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান ইডির আধিকারিকেরা।বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের একাধিক ঠিকানায় চলছিল তল্লাশি।  বিকেলে জানা যায়, বালি থেকে অরুণ শরাফকে গ্রেপ্তার করেছে ইডি। রাতেই তাঁকে তোলা হয় আদালতে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে চক্রে জড়িত অন্যান্যদের হদিশ মিলবে বলে আশাবাদী তদন্তকারীর সংস্থার সদস্যরা। 

Latest