Skip to content

শিলদা কলেজে যোগ দিবস উদযাপন করা হলো!

ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : শিলদা চন্দ্রশেখর কলেজে জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড.সুশান্ত কুমার দোলাই, এন এস এস-এর দুই প্রোগ্রাম অফিসার অধ্যাপক ড.সুশান্ত দে ও অধ্যাপক ফটিকচন্দ্র অধিকারী। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নয়াগ্রাম কলেজে শারীরশিক্ষা বিভাগের অধ্যাপক ড.স্বদেশ রঞ্জন পাল।এছাড়া কলেজের শরীরশিক্ষা বিভাগের বিভাগীয় শিক্ষক সমরেশ জানা এবং প্রশিক্ষক হিমাংশু মাহাত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বিগত এক সপ্তাহ ধরে যোগা ট্রেনার ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেন। সেই প্রশিক্ষণ শেষে এদিন ছাত্র-ছাত্রীরা অনিন্দ্য সুন্দর ভাবে নানা ধরনের যোগ ব্যয়াম উপস্থাপন করে। এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীগণ।।এই অনুষ্ঠানে ১২৭ জন স্বেচ্ছাসেবক ও শরীরশিক্ষা বিভাগের ৩২ জন ছাত্রছাত্রীর উপস্থিত ছিল। এদিনের অনুষ্ঠানে যোগ দিবসের গুরুত্ব,যোগচর্চার বিভিন্ন দিক নিয়ে অধ্যক্ষ ড.সুশান্ত দোলাই,অধ্যাপক ড.স্বদেশ রঞ্জন পাল এবং এন এস এস-এর প্রোগ্রাম অফিসেরা মূল্যবান বক্তব্য রাখেন। তাঁরা যোগার উপকারিতা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করেন এবং ছাত্রছাত্রীদের প্রত্যেকদিন যোগব্যায়াম করার উপদেশ দেন।

Latest