Skip to content

জন্মদিনে ফ্যানেদের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন শাহরুখ!

নিজস্ব প্রতিবেদন : ৫৮-য় পা দিলেন শাহরুখ। যার জন্য আজও পাগল কাশ্মীর থেকে কন্য়াকুমারীর লাখো তরুণী, তিনি পৌঁছে গেলেন ষাটের দোরগোড়ায়। তবুও ভক্ত মন বারবার বলে ওঠে, ‘কুছ কুছ হোতা হ্যায় শাহরুখ, তুম নেহি সমঝোগে’। তিনি ভারতবাসীকে বিশ্বাস করতে শিখিয়েছেন, ‘প্যায়ার দোস্তি হ্যায়’ আবার কখনও, সদর্পে বলেছেন ‘মাই নেম ইজ খান…. অ্যান্ড আই অ্যাম নট টেরোরিস্ট’। তিন দশক ধরে বলিউডের কিং খান তিনি। এমনি এমনি হিন্দি সিনেমার ‘রোম্যান্স কিং’-এর তকমা পাননি তিনি। ডিডিএলজে, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায় থেকে মহব্বতেঁ- রুপোলি রোম্যান্সের পারফেক্ট সংজ্ঞা তো শাহরুখ খান।কিন্তু ষাটের কাছাকাছি পৌঁছে এখন নিজেকে ভাঙছেন তিনি। জিরোর ব্যর্থতা ভুলে এখন দর্শকের কাছে তিনি ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’। তার ঝুলিতে চলতি বছরেই রয়েছে ১০০০ কোটির ব্লকবাস্টার দুটি ছবি। এবছর জন্মদিনটা ফ্যানেদের সঙ্গে উদযাপন করলেন শাহরুখ। পাঠান ও জওয়ান-কে ব্লকবাস্টার হিট করার জন্য একদিকে যেমন ‘জবরা’ ফ্যানেদের ধন্যবাদ দিলেন, তেমনই নতুন আশায় বুক বাঁধলেন। একসঙ্গে দেখলেন ‘ডাঙ্কি’র টিজার। পাঠান, জওয়ান-এর পর এ বছর শাহরুখের তিন নম্বর রিলিজ ‘ডাঙ্কি’। যা পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজু হিরানি।এদিনের অনুষ্ঠানে শাহরুখের গ্র্যান্ড এন্ট্রি ছিল চোখে পড়ার মতো। বড়ছেলে আরিয়ানের ব্র্যান্ডের সাদা টিশার্ট আর ব্লু ডেনিমে ধরা দিলেন শাহরুখ। ‘ঝুমে জো পাঠান’ আর ‘নট রামাইয়া ভাস্তাভাইয়া’র তালে ঠুমকা লাগালেন কিং খান। দুই গানের হুক স্টেপে আরও খাস হয়ে উঠল শাহরুখের এন্ট্রি।সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল এই ভিডিয়ো। কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা। আফটার অল কিং খানের জন্মদিন বলে কথা! হ্যাপি বার্থ ডে-র বার্তা এল আম জনতা থেকে সেলেব সবার কাছ থেকেই।

Latest