নিজস্ব সংবাদদাতা : আগামী ১৮ ফেব্রুয়ারী ২০২৫ মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলাতে "চাকরি মেলা। মেলায় উপস্থিত থাকবেন চাকরিদাতারাও। নির্দিষ্ট পদ্ধতি মেনে মেলা থেকেই চাকরিপ্রার্থীদের দেওয়া হবে নিয়োগ৷ আগামী ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার, মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক আবাস, বীজ ভবনের সন্নিকটে।সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি। আগামী ১৮ ফেব্রুয়ারি মেদিনীপুরে সংগঠিত হবে চাকরি মেলা। পলিটেকনিক, আইটিআই, এইচএস ভোকেশনাল, উৎকর্ষ বাংলা ট্রেনিং, ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত প্রার্থীরা এই মেলায় যোগ দিতে পারবেন। চাকরিপ্রার্থীদের পাশাপাশি মেলায় উপস্থিত থাকবেন বিভিন্ন শিল্প ও অন্যান্য ক্ষেত্রের প্রতিনিধি এবং চাকরিদাতারা৷ সরাসরি মেলা থেকেই পদ্ধতি মেনে নির্বাচিত প্রার্থীরা পাবেন চাকরি।
