Skip to content

পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ চাকরি হারা শিক্ষকদের!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকালে রায়দান করেছে সুপ্রিম কোর্ট। রায়ে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল করা হয়েছে। যার জেরে চাকরি বাতিল হচ্ছে রাজ্যের প্রায় ২৬ হাজার (২৫,৭৫২) শিক্ষক শিক্ষিকার। এদের মধ্যে পশ্চিম মেদিনীপুর প্রায় দেড় হাজার জন। শুক্রবার দুপুরে মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ চাকরি হারা শিক্ষকদের। এবার হবে ধ্বংসাত্মক আন্দোলন, মৃত্যুকে ভয় পাই না দাবি চাকরিহারা শিক্ষক দের। শিক্ষকদের চাকরি হারানোর পেছনে দায়ী রাজ্য সরকার, দাবি চাকরি হারাদের। মেদিনীপুর কালেক্টরেট অফিসের সামনে পথ অবরোধও করেন চাকরি হারা শিক্ষকরা রাস্তার মাঝখানে শুয়ে পড়ে। যদি তাদেরকে সসম্মানের সঙ্গে চাকরি ফেরত না দেয় তারা বিরত আন্দোলনে নামবে পরিবার নিয়ে, এমনই রাজ্য সরকারকে করা আন্দোলনের হুমকি দেয় চাকরি-হারা শিক্ষকরা।

Latest