Skip to content

যৌথ উদ্যোগে স্বাস্থ ও বাল্যবিবাহ রোধে বিষয়ক আলোচনা সভা!

নিজস্ব সংবাদদাতা : বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে শনিবার মেদিনীপুর সদর ব্লকের গোয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে মেদিনীপুর গ্ৰামীন পশ্চিম বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সৌরদীপ ফাউন্ডেশনের সহযোগিতায় মা ও শিশুর স্বাস্থ্য এই বাল্যবিবাহ রোধ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবছরের স্বাস্থ্য দিবস এর বিষয়বস্তু ছিল "সুস্থ সূচনা , আশাপ্রদ ভবিষ্যৎ।" 'হু'-এর মতে প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্য যদি ভালো থাকে,তবে জনস্বাস্থ্যের ভিত্তি যথেষ্ট মজবুত হয়। এই আহ্বান কে সামনে রেখে এই আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির সদস্য অভিজিৎ দাশ গোস্বামী, বিজ্ঞান কেন্দ্রের সম্পাদিকা সোমা রানা ঘোষ,সৌরদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ সুদীপ চৌধুরী, বিদ্যালয়ে প্রধান শিক্ষক সেখ মোজাম্মেল হোসেন, সহ শিক্ষক-শিক্ষিকা,অশিক্ষক কর্মচারী বৃন্দ,ডাক্তারি পড়ুয়া এবং বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীবৃন্দ।সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন অভিজিৎ দাশ গোস্বামী , সোমা রানা ঘোষ অধ্যাপক ডাঃ সুদীপ চৌধুরী, সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মোজাম্মেল হোসেন। সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন সেখ মোজাম্মেল হোসেন ।

Latest