Skip to content

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন জুন মালিয়া!

নিজস্ব সংবাদদাতা : লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন জুন মালিয়া। তিনি মেদিনীপুরের বিধায়ক ছিলেন। বর্তমানে নিজের কেন্দ্রে জমিয়ে প্রচার করছেন অভিনেত্রী। তবে এবার যেন তাঁর আত্মবিশ্বাস দ্বিগুন হয়ে হয়ে গেছে ! হবেই না কেন,মা এ পাশে সব সময় জুন মালিয়ার ছেলে শিবেন্দ্র মালিয়া । জুন মালিয়ার ছেলে শিবেন্দ্র মালিয়া পেশায় একজন বিমান চালক। বছর ২৮ এর এই যুবক বর্তমানে দুই মাসের ছুটি নিয়ে মায়ের পাশে থাকছেন । এই দুই মাস মায়ের সঙ্গে ভোটের প্রচার জমিয়ে করছেন । ফলে ছেলেকে এখন পাশে পেয়ে জুন মালিয়ার যে আত্মবিশ্বাসে ফুটছেন, বেশি ভরসা পেয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। প্রচার গাড়ির চালক তাঁর ছেলে। শিবেন্দ্র বলছেন, ‘ভোটে প্রার্থীর অন্য কোনও কাজে তো আমি সে ভাবে আসতে পারব না। আমি যেটা পারি, সে ভাবেই মায়ের পাশে থাকতে চাই। সেই জন্যই মায়ের গাড়ি চালানোর দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছি। জুন মালিয়া বলেন পরিবারের একজন কেউ সঙ্গে থাকলে মনের জোর পাওয়া যায়। গাড়িটা ও অত্যন্ত ভালো চালায়। ও স্টিয়ারিংয়ে থাকলে আমি নিশ্চিন্ত থাকি।

Latest