নিজস্ব সংবাদদাতা : সোমবার সারাদিন ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত এগরা এলাকায় ভোট প্রচার সারলেন মেদিনীপুরে তারকা প্রার্থী জুন মালিয়া।মেদিনীপুর লোকসভায় বিজেপি এখনও প্রার্থী ঘোষণা না করলেও সম্ভাব্য প্রার্থী বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ মাটি কামড়ে পড়ে রয়েছেন। তবে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া প্রচার শুরু করে দিয়েছেন। সোমবার এগরায় ষড়রং মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন জুন মালিয়া। সেখান থেকে এগরা পুরসভায় হট্টনাগর মন্দিরে পুজো দেন। এগরা শহরে একটি ইদগাহে চাদর চড়াতে দেখা যায় তাঁকে। দুপুরে বালিঘাই বারোয়ারি তলায় কর্মী সমর্থকদের নিয়ে সভা করেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোটে জোর দেন তিনি।