Skip to content

সাংসদ দিলীপ ঘোষকে কটাক্ষ করে কি বলেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার তৃণমূলের যুব নেতাকর্মীদের মুখে ‘চোর-চোর’ স্লোগান শুনে মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে ২ লক্ষ ভোটে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। বুধবার বৈঠক সেরে সাংবাদিক বৈঠক মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া বলেন, দিলীপ ঘোষের কটাক্ষ বা মন্তব্যকে সিরিয়াস ভাবে নিচ্ছি না। মনে হয়, দিলীপদার একটা ক্ষোভ বা রাগ আছে ভিতরে ভিতরে। বিজেপির প্রথম প্রার্থিতালিকায় তাঁর নাম বার হয়নি। দ্বিতীয় তালিকা কবে যে বেরোবে...।’’ পাশাপাশি দিলীপের উদ্দেশে তৃণমূলের যুব নেতা-কর্মীদের স্লোগান দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জুন বলেন, ‘‘মেদিনীপুরে আবেগ আছে। এই শহর এবং এই বিধানসভা এলাকার লোকেরা তো একটু আবেগপ্রবণ।মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া বলেন, দিলীপবাবু অত্যন্ত ভালো মানুষ । কিন্তু বিজেপি’র প্রথম দফার প্রার্থী তালিকায় তাঁর নাম নেই ৷ দ্বিতীয় দফায় নাম থাকবে কি না সেই নিশ্চয়তা নেই । মানসিকভাবে ভেঙে পড়ে এইসব মন্তব্য করেছেন । তবে দিলীপ’দা কে বলব এখনই মানসিকভাবে ভেঙে না-পড়তে । কারণ খেলা অনেক হবে, হাসি-কান্না অনেক হবে, ভোটের লড়াই হবে, তাই প্রস্তুত থাকতে ।’’

প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে মেদিনীপুরের পঞ্চুর চক কলেজ স্কোয়ারে একটি যুব আড্ডার ডাক দিয়েছিল বিজেপি । সেই যুব আড্ডাতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । অভিযোগ, তৃণমূলের একটি বাইকের ব়্যালি যাওয়ার সময় ‘চোর’, ‘চোর’ স্লোগান দিতে থাকে বিজেপি । বিজেপি নেতা দিলীপ ঘোষের গলাতেও এই একই স্লোগান শোনা যায় ৷ তৃণমূল নেতা-কর্মীদের তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি । পাশাপাশি একহাত নেন পুলিশ এবং পুলিশ সুপারকে । যেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলেও বড়সড় কোনও গণ্ডগোলের সৃষ্টি হয়নি ৷

Latest