Skip to content

শনিবার খড়গপুর ১ নং ব্লকের সামরাইপুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া!

নিজস্ব সংবাদদাতা : কিছুদিন আগে খড়গপুর ১ নং ব্লকের সামরাইপুরে আদিবাসীদের শ্মশান দখল করে নিচ্ছে রেশমি কারখানা, মদত দিচ্ছে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, মারাত্মক অভিযোগ উঠেছিল। তাই শনিবার খড়গপুর ১ নং ব্লকের সামরাইপুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। জুন মালিয়া সরাসরি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর ১ ব্লকের সামরাইপুর লোধা সম্প্রদায়ের গ্রামে গিয়ে মানুষের সমস্যা শোনেন। জুন মালিয়া বলেন, খড়গপুর ১ ব্লকের সামরাইপুরের একটি গ্রাম মিথ্যাচারের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করছে।

একদিকে মানুষ হাসিমুখে তাদের দাবি জানালেও, একই সাথে বিরোধী রাজনৈতিক দলগুলিও তাদের জঘন্য মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছে।

Latest