Skip to content

স্বাস্থ্য ভবনের সামনে ধর্না প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তারেরা, শনিবার থেকেই জরুরি পরিষেবায় কাজ শুরু, ধর্নামঞ্চ থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত চলে মিছিল!

1 min read

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : গত ১০ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না শুরু করেন জুনিয়র ডাক্তারেরা। এবার জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্য ভবনের সামনে ধর্না প্রত্যাহার করলেন। তারই সাথে সাথে বিকেল ৩টে নাগাদ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন। ওই মিছিল শেষে ধর্না প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। সেই মিছিলে যোগ দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের সাধারণ মানুষ। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই কর্মবিরতির ডাক দেন জুনিয়র ডাক্তারেরা। সেই কর্মবিরতি আন্দোলনে কলকাতার হাসপাতাল গুলির সাথে সাথে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরাও যোগ দেন। এমনকি পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ। এই বিষয়ে বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারেরা জানিয়েছিলেন, স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চ উঠবে শুক্রবার থেকে। ধর্নামঞ্চ থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের একটি মিছিল হবে। সেই মতোই শুক্রবার বিকেলে মিছিল করেন জুনিয়র ডাক্তারেরা। সিজিও কমপ্লেক্সের সামনে মিছিল শেষ করে তাঁরা জানান, ধর্না তুলে নেওয়া হচ্ছে। জরুরি পরিষেবায় কাজ শুরু শনিবার থেকে।

Latest