Skip to content

অনশন প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের, তারই সাথে ঘোষণা করেন পরবর্তী কর্মসূচির!

নিজস্ব সংবাদদাতা : সোমবার নবান্নে বৈঠক ছিল জুনিয়র ডাক্তারদের। সেইখান থেকে ফিরে এসে এই রাতেই অনশন মঞ্চ থেকে ‘আমরণ অনশন’ কর্মসূচি প্রত্যাহার করে নিলেন জুনিয়র ডাক্তারেরা। ১০ দফা দাবি আদায়ে ধর্মতলায় ‘আমরণ অনশন’ করছিলেন জুনিয়র ডাক্তারেরা। আজ রাতে সেই অনশন কর্মসূচি প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা। পাশাপাশি মঙ্গলবার জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকেরা যে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছিলেন সেটাও তুলে নেওয়া হয়। উল্লেখ্য, এ-দিন নবান্ন থেকে ফিরে এসে প্রায় এক ঘণ্টা নিজেদের মধ্যে মিটিং করেন জুনিয়র ডাক্তারা। পশ্চিমবঙ্গ জুনিয়র চিকিৎসক ফ্রন্টের প্রতিনিধি দেবাশিস হালদার সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ চলা বৈঠকে তাঁরা খুব একটা খুশি হননি। ‘আমরণ অনশন’ কর্মসূচি প্রত্যাহারের সময় সেখানে উপস্থিত ছিলেন আরজি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতা চিকিৎসকের বাবা এবং মা। অন্দোলনকারীদের মধ্যে জুনিয়র ডাক্তার রুমেলিকা কুমার বলেন, ‘‘কোনও সরকারি অনুরোধে নয়, কাকু-কাকিমা এবং সাধারণ মানুষের কথা ভেবেই অনশন তুলে নিলাম আমরা।’’ তারই সাথে সাথে ঘোষণা করেন পরবর্তী কর্মসূচির কথা। আন্দোলনকারী আর এক জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘‘আমরা সাধারণ মানুষের কথা ভেবেই আন্দোলন করছি। সাধারণ মানুষের কথা আমরাই ভাবছি। আমরাই ভাবব। তাই এই অনশন প্রত্যাহার করলাম। আগামিদিনের কর্মসূচি হিসাবে ঘোষণা করছি, আগামী শনিবার মহাসমাবেশ ডাকছি। আরজি কর মেডিক্যাল কলেজে সেটা হবে।’’

Latest