Skip to content

কাউন্সিলরের সামনেই অস্থায়ী পুরকর্মীকে মারধরের অভিযোগ উঠল!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিনিধি : মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে সম্প্রতি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। আর তারপরেই ওই এলাকায় ডেঙ্গি নিয়ে বিশেষ অভিযানে নেমেছে পুরসভা ও স্বাস্থ্য দফতর। শনিবার ডেঙ্গি দমন নিয়ে রাজ্যের প্রশাসনিক আধিকারিক ডলি চৌধুরীর নেতৃত্বে একটি প্রশাসনিক বৈঠক হয়। তারপরেই এলাকা পরিদর্শনে যান তিনি। এলাকা পরিদর্শন সেরে ফিরে আসার পরেই স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষজন । আর সেই ক্ষোভ থেকেই স্থানীয় কাউন্সিলর এবং তাঁর বিরোধী লোকজনের মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি। আর দুয়ের মাঝে পড়ে আক্রান্ত হন অস্থায়ী পুরকর্মী ও আশাকর্মীরা। ক্ষোভের মধ্যে পড়ে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পুরকর্মী ও আশাকর্মীরা। আর গোলমালে কমপক্ষে দশজন আহত হয়েছে বলে দাবি-দু পক্ষের । তার মধ্যে গুরুতর আহত পাঁচজন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানা যাচ্ছে। এলাকার আশাকর্মীদের বক্তব্য স্থানীয় কিছু মানুষজন এলাকার কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে গিয়েই সেখান থেকেই মারধর শুরু। আর তাতেই গুরুতর আহত হয়েছেন স্প্রে ওয়ার্কার ও আশা কর্মীরা।মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের অভিযোগ স্থানীয় দুষ্কৃতীরা পুরসভার কর্মীদের উপর আক্রমণ করেছে। যারা মাঠে নেমে কাজ করছে তাঁদের উপরে আক্রমণ হওয়ায় স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ হচ্ছে থানায়। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান অভিযোগ যারা এলাকা নোংরা আবর্জনায় ভরিয়ে দিচ্ছে তারাই পুরকর্মীদের মারধর করেছে। এই জিনিস বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তারপরে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

All reactions:4You, Pradipta Jana, Vivekananda Roy and 1 other

Latest