Skip to content

কল্পতরু উৎসব দিনে দুঃস্থদের কম্বল দান!

অরিন্দম চক্রবর্তী : ১লা জানুয়ারি কল্পতরু উৎসব, কথিত আছে যে এই দিনেই অর্থাৎ ১৮৮৬ সালের ১ লা জানুয়ারি রামকৃষ্ণদেব নিজের অবতারত্বের কথা শিষ্যদের কাছে স্বীকার করে নিয়েছিলেন। এছাড়াও সেদিন তিনি শিষ্যদের আধ্যাত্মিক অনুভূতির অভিজ্ঞতাও দান করেন। সেই ঘটনাকে স্মরণে রেখেই প্রতি বছর এই দিনে কল্পতরু উৎসব পালন করা হয়। খড়গপুরে কৌশল্যা হরদত্তাত্রেয় আশ্রমে কল্পতরু উৎসব দিনে দুঃস্থদের কম্বল দান করা হয়। প্রায় পাঁচশ মানুষকে খাওয়ানো হয়।স্বামী আনন্দ ভৈরব গিরি মহারাজ ও মাধবান্দ উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন। কল্পতরু উৎসব বাঙালির আধ্যাত্মিক ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে রামকৃষ্ণ পরমহংস-এর অপার করুণা, মানবকল্যাণের দর্শন।

Latest