নিজস্ব সংবাদদাতা : কাঁথির প্রবীণ ‘চিকিৎসক’ মলয় সাহু।এক টাকার ডাক্তার প্রয়াত হলেন। তিনি একটি চিকিৎসা কেন্দ্র চালাতেন। কাঁথির চিকিৎসা জগতে নামটাই তাঁর যথেষ্ট। বিশেষত গরিব ও নিম্ন মধ্যবিত্তদের কাছেই তিনি ছিলেন ভগবান! একটা সময় তিনি চিকিৎসার জন্য এক টাকা ভিজিট নিতেন। এমনকি বহু গরিব মানুষকে তিনি বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা দিতেন। কাঁথিতে সকলের মনে ছিলেন এক টাকার ডাক্তার! পরবর্তীতে তিনি দু’টাকা ও ৫ টাকা করে নিতেন। কাঁথি শহরে প্রখ্যাত চিকিৎসক অজিত সিংহের কাছেই প্রথমে সহায়ক হিসেবে কাজ শুরু করেন মলয়বাবু।সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ কাঁথি শহরের উদয়ন রোডের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে এবং স্ত্রী রয়েছেন। এদিন কাঁথির খড়্গচণ্ডী মহাশ্মশানে মলয়বাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।