নিজস্ব সংবাদদাতা : বদলেছে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের মানুষদের সচেতনতার মানচিত্র। একটা সময় ছিল যখন দিনের বেলায় বেরোতে ভয় পেত। নারীদের সুরক্ষা ছিল ভীষণভাবে অবহেলিত। কিন্তু বর্তমানে সেই সব এলাকার মানুষরাই এখন অনেকটাই পরিণত এবং উন্নত। যুগের সাথে তাল মিলিয়ে এখন জঙ্গলমহলেও শুরু হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ। অল ইন্ডিয়া সেইসিনকাই সিতোরিয়ো ক্যারাটে ডু ফেডারেশন এর অনুমোদিত একাডেমি শুভজিৎ সেইসিনকায় সিতোরিয়ো ক্যারাটে ডু একাডেমির বার্ষিক কালার্স বেল্ট পরিবর্তন পরীক্ষা অনুষ্ঠিত হলো গত ৩০ই মার্চ ২০২৫ গোয়ালতোড় গার্লস স্কুলতে। অফিসিয়াল পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিহান রাসবিহারী পাল ন্যাশনাল রেফারি জাজ অ্যান্ড কোচ। মূল শাখা গোয়ালতোড় এবং চন্দ্রকোনা রোড ও রামগড় সহ মোট ৫০ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল । প্রশিক্ষক ও আয়োজক ন্যাশনাল জাজ অ্যান্ড কোচ শুভজিৎ চক্রবর্তী জানান যে ক্যারাটে হলো আত্মরক্ষার প্রধান কৌশল এবং বেঙ্গলি অলিম্পিক ও ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলেও খেলার সুযোগ রয়েছে। বিগত কয়েক বছর জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সোনা রুপো এবং ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে ছাত্র-ছাত্রীরা ।পরীক্ষক রাসবিহারী বসু পরীক্ষার্থীদের হাতে পরবর্তী বেল্ট ও সার্টফিকেট তুলে দিয়ে জানান যে জঙ্গলমহলের এই প্রত্যন্ত এলাকায় শুভজিৎ চক্রবর্তী আত্মরক্ষার যে আলো দেখিয়ে চলেছেন ভবিষ্যৎ প্রজন্মকে । তাতে আগামীদিনে জঙ্গলমহলবাসী যতটাই উপকৃত হবেন ততটাই গর্ববোধ করবেন।