Skip to content

কার্গিল বিজয় দিবসে ‘অগ্নিবীর’ নিয়ে তোপ প্রধানমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা : ২৬ জুলাই কার্গিল দিবস । এটি ভারতীয় সৈন্যদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয় যারা ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। উপরন্তু, এটি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে দেশের বিজয়কে স্মরণ করে এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তি চিহ্নিত করে।

বিজয় দিবসের ২৫ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়েছেন কার্গিলের দ্রাসে। সেখানে সেনা জওয়ানদের সাক্ষী রেখেই প্রধানমন্ত্রী মোদি বলেন, “সেনার জন্য অগ্নিপথ ভীষণ গুরুত্বপূর্ণ সংস্কার। কয়েক দশক ধরে এটা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। বহু কমিটি তৈরি হয়েছে। সেই সব কমিটি সেনাকে পুনরুজ্জীবিত করার জন্য এই ধরনের সংস্কারের প্রস্তাব দেওয়া হচ্ছিল। ভারতীয় সেনার জওয়ানদের গড় বয়স বিশ্বের অন্য সব দেশের সেনা জওয়ানদের গড় বয়সের থেকে বেশি হওয়ায় উদ্বেগ তৈরি হচ্ছিল অনেক দিন ধরেই। কিন্তু সদিচ্ছার অভাবে এই ধরনের কোনও পদক্ষেপ করতে পারেনি আগের সরকারগুলি।”

প্রধানমন্ত্রীর যুক্তি, সেনায় তারুণ্যের প্রয়োজন, প্রাণশক্তির প্রয়োজন। তাই অগ্নিবীরের মতো যুগান্তকারী পদক্ষেপ করা হয়েছে। অথচ কিছু মানুষ এই নিয়ে রাজনীতি করছে। মোদির বক্তব্য, “দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ জাতীয় নিরাপত্তার ইস্যু নিয়েও রাজনীতি করছে। ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে এই রাজনীতির খেলা। এই লোকগুলি তাঁরাই যারা আগে একের পর এক দুর্নীতি করে দেশের সেনাবাহিনীকে দুর্বল করছে। এরাই সেই মানুষ যারা বায়ুসেনাকে আধুনিক বিমান পর্যন্ত কিনতে দেয়নি।

Latest