নিজস্ব সংবাদদাতা : দিনভর নিষ্ঠাভরে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। নির্জলা উপোস করে বাবার মাথায় জল ঢালার জন্য অপেক্ষায় রয়েছেন শিবভক্তরা। দেশের বিভিন্ন মহাপিঠ, জাগ্রত মন্দিরগুলিকে সাজিয়ে তোলা হয়েছে। শয়ে শয়ে ভক্তের ঢল নেমেছে ভগবান শিবের দর্শনে। কার্যত উৎসব বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে।শিবরাত্রি উপলক্ষে সরাসরি বাবা বিশ্বনাথের দর্শনের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। নন স্টপ লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে ঘরে বসেই। টানা ৩৬ ঘণ্টা ধরে বাবা বিশ্বনাথের দর্শন করার সুযোগ শিবভক্তদের। মঙ্গলারতি দিয়ে ৮ মার্চ শুরু মহাশিবরাত্রি উদযাপন। ৯ মার্চ শেষ হবে ভোগ আরতি রীতি পালনের মধ্যে দিয়ে।
মহাশিবরাত্রির দিন বিকেল ৫টা পর্যন্ত কাশী বিশ্বনাথ মন্দিরে মোট ৭ লাখ ৫৭ হাজার ৫৪১ জন ভক্ত দর্শন করেছেন। কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বভূষণ মিশ্র বলেন, '৮ মার্চ মঙ্গলারতির সময় থেকে মন্দিরের সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলিতে মহাশিবরাত্রির অনুষ্ঠান সরাসরি দেখা যাবে। নন স্টপ লাইভ চলবে ৯ মার্চ ভোগ আরতি অনুষ্ঠান পর্যন্ত।