Skip to content

কেদারনাথে হেলিকপ্টার বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা!

নিজস্ব সংবাদদাতা : মাঝ আকাশে বিকল হয়ে পড়া হেলিকপ্টার থেকে প্রাণ হাতে নিয়ে ফিরলেন তাঁরা। জানা গিয়েছে, কপ্টারে থাকা সব যাত্রীই আপাতত নিরাপদে রয়েছেন।স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে কেদারনাথ ধামের মাত্র ১০০ মিটার আগে পাহাড়ের উপর ক্রিস্টাল এভিয়েশনের হেলিকপ্টারের রেডারটি ক্ষতিগ্রস্ত হয় । সেই কারণে জরুরি অবতরণ করতে হয়েছে । হেলিকপ্টারটি কয়েক চক্কর খেতে খেতে হেলিপ্যাড থেকে ১০০ মিটার দূরে মাটিতে পড়ে। সেই ঘটনার শিউরে ওঠা একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। পাইলট-সহ সব যাত্রী অল্পের জন্য নিরাপদে অবতরণ করে রক্ষা পান ।জেলাশাসক জানিয়েছেন, পাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হেলিকপ্টারটি। যদিও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কেদারনাথে।

Latest