Skip to content

কেন্দ্র সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার ব্লকে ব্লকে পথ অবরোধ!

1 min read

পশ্চিম মেদিনীপুর সুমন পাত্র : ২০২১ সাল থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন কেন্দ্র সরকারের তরফে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে আটকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকাও। ১০০ দিনের কাজ থেকে আবাস এবং সড়ক যোজনার টাকা আটকে রাখা নিয়ে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে দিল্লিতে দু'দিনের ধর্না কর্মসূচি ছিল তৃণমূলের। আর তাকে ঘিরেই বঙ্গ রাজনীতির 'এপিসেন্টার' হয়ে উঠল রাজধানী দিল্লি। মঙ্গলবার দুপুরেই ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি ও সংলগ্ন এলাকা। এই আন্দোলন কর্মসূচি ঘিরে সক্রিয় ছিল তৃণমূল কংগ্রেস এদিন সকাল থেকেই বুথে বুথে মিছিল করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। ক্ষোভ দেখাতে গিয়ে আটকে দেওয়া হয় জাতীয় সড়ক ৬০ সহ জেলার প্রায় প্রতিটা রাজ্য ও কেন্দ্রীয় সড়ক। দাহ করা হয় দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা। জরুরী পরিষেবা ব্যাতীত এদিন কর্মসূচিতে বন্ধ করে দেওয়া হয়েছিল বাস পরিষেবা থেকে নিত্য বাইক আরোহীদের যাতায়াত। বৃষ্টি ঘেরা বাদল দিনে এদিন হঠাৎ কাজে বেরিয়ে এমন কর্মসূচি ঘিরে ক্ষোভও প্রকাশ করেন সাধারন কোন কোন নিত্য পথচলতি মানুষজন। জাতীয় সড়ক ৬০ বন্ধ থাকায় কটাক্ষ করা হয় বিজেপির তরফেও।এত সব কিছুর পরেও এই আন্দোলন গ্রামীন ভোট ব্যাঙ্ক কী তৃণমূল কংগ্রেসের মুখী হবে। সেই দিকেই তাকিয়ে গোটা মেদিনীপুর জেলার রাজনৈতিক মহল।

Latest