Skip to content

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় !

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ডেবরায় গৃহবধূর শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত জওয়ান। আজকের ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ১২৯ নং চকসাহাপুর বুথ এলাকায় লোধা সম্প্রদায়ের গৃহবধূকে শ্লীলতাহানি করে এক জওয়ান। ডেবরার বিডিও জানিয়েছেন, ওই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে । ডেবরা ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীনে৷ সেখানকার সাহাপুর এলাকায় ঘটনাটি ঘটে ৷ নির্যাতিতার স্বামীর অভিযোগ, তিনি স্নান করতে পুকুরে গিয়েছিলেন ৷ সেই সময় এক জওয়ান তাদের ঘরে ঢুকে পড়ে মদ্যপ অবস্থায় । সেই জওয়ানই তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করেছে ৷অভিযোগ পেয়েই ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন ৷ ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় অভিযুক্ত জওয়ানকে ৷

Latest