Skip to content

কেশিয়াড়ী কন্যা বিদ্যাপীঠের দুদিনের হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো !

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : অবিভক্ত মেদিনীপুর জেলায় নারী শিক্ষা প্রসারের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান,কেশিয়াড়ী ব্লকে অবস্থিত কেশিয়াড়ী কন্যা বিদ্যাপীঠের দুদিনের বর্ণময় হীরক জয়ন্তী উৎসব। বর্ণাঢ্য প্রভাত ফেরী সহ দুদিন ধরে বিদ্য্যালয় প্রাঙ্গণে নানা ধরনের সাংস্কৃতিক ও সমাজকল্যাণ মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম দিন সকালে সাইডড্রাম,বিড্রাম ধামসা,মাদল প্রভৃতি বাদ্যযন্ত্র সহ প্যারেড, কাঠিনৃত্য, ঘটিনৃত্য, শঙ্খবাদন, কবিতা-গদ্যাংশ পাঠ সঙ্গীত সহযোগে বর্ণাঢ্য প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। প্রভাতফেরি শেষে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের দুই প্রাক্তন প্রধান শিক্ষিকা ভক্তিময়ী নন্দ ও কল্পনা অগস্তি এবং বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পদ্মা দাস।এরপর বিদ্যায় প্রাঙ্গণে অবস্থিত মনীষী এবং স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান করা হয়। সম্মিলিত ভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পদ্মা দাস। অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রকাশিত হয় বিদ্যালয়ের পত্রিকা 'শাশ্বতী' দুদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ভবানী শংকর পাত্র,বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষ স্বপ্না ঘোড়াই, বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খান, প্রাক্তন ডিআই তথা বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ড.মধুপ দে, বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.বিশ্বজিৎ সেন,''শিক্ষারত্ন' শিক্ষক সুব্রত মহাপাত্র, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,কেশিয়াড়ী থানার আই সি বিশ্বজিৎ হালদার,অবর বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ ভট্টাচার্য্য, সাহিত্যিক ও শিক্ষাব্রতী জন্মেঞ্জয় সাহু,'শিক্ষারত্ন' স্বপন পৈড়া,শিক্ষাব্রতী ও প্রাবন্ধিক অখিল বন্ধু মহাপাত্র,শিক্ষাব্রতী ড.সৌমেন বাগ,কেশিয়াড়ী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট,শিক্ষা কর্মাধক্ষ্য শান্তনু মাইতি, কেশীয়াড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শেফালী পাহাড়ী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দুদিন ধরে বিদ্যালয়ের শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রীরা ও অতিথি শিল্পীরা বাংলা ও সাঁওতালি ভাষায় আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, নাটক,গীতিনাট্য সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে। পাশাপাশি শিক্ষিকাদের তত্ত্বাবধানে বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন বিষয়ের মডেল প্রদর্শনী উপস্থাপিত করে।প্রাক্তনী পুনর্মিলন উৎসবে যোগদেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকামন্ডলী ও প্রাক্তন ছাত্রীরা। দুদিনের অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা পদ্মা দাস।

Latest