নিজস্ব সংবাদদাতা : নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হলেন এক বিজেপি নেতা। ধৃত ব্যক্তির নাম দীপসোনা ঘোষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীপসোনা ঘোষের বাড়ি খড়গপুর শহরেই। অভিযোগ, চলতি বছরের অক্টোবর মাসে এক বিবাহিত মহিলার নাবালিকা কন্যাকে যৌন নিগ্রহ করেছেন তিনি। নাবালিকা কন্যার সঙ্গে অশালীন আচরণ ও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নাবালিকার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাঁকে আদালতে তোলা হয়েছে। খড়্গপুর টাউন থানার আইসি পার্থসারথি পালের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে সুভাষপল্লি থেকে দীপসোনাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে বিএনএস-এর ৩২৯/৪ (শারীরিক ক্ষতি), ১১৫/২ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা ও অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে বলে জানা গেছে। বিজেপির বিভিন্ন মিটিং-মিছিলে সামনের সারিতে দেখা যেত তাঁকে। পরবর্তীকালে তিনি খড়্গপুর শহর মণ্ডলের সভাপতি পদে নির্বাচিত হন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসকদলের তরফে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। খড়গপুর শহর কোর কমিটির অন্যতম সদস্য প্রদীপ সরকার বলেন, “কী আর বলব। সাধুসন্তদের দল বলে দাবি করা বিজেপিতে এ ধরনের নেতা কীভাবে রয়েছে, সেটাই অবাক লাগে। এরা এখন ভোগ ছাড়া কিছুই জানে না।” অন্যদিকে বিজেপির পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক খড়গপুরের বিজেপির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এসব জঞ্জালকে পুষে না রেখে সরাসরি বহিষ্কার করে সকলকে জানিয়ে দেওয়া উচিত ছিল। কারণ, এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও দলের এক মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্ৰেপ্তার হতে হয়েছিল।” এলাকাবাসীর দাবি, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। নাবালিকার নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষও। ঘটনার তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।
নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার খড়্গপুরের বিজেপি নেতা দীপসোনা!