Skip to content

ন্যূনতম পেনশন স্কিম নিয়ে সংবাদ সম্মেলন করলেন খড়্গপুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার!

নিজস্ব সংবাদদাতা  : আজ,মঙ্গলবার অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ইনফ্রা)/খড়গপুর, শ্রী দেবজিৎ দাস সিনিয়র ডিসিএম আলোক কৃষ্ণা, সিনিয়র ডিপিও শ্রেয়া শান্ডিল্য এবং সিনিয়র ডিএফএম কে প্রাভীন, তার চেম্বারে মিডিয়া কর্মীদের এই নতুন ইউনিফাইড পেনশন স্কিমের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি সম্পর্কে আলোচনা করলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ চালু করা হচ্ছে। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে সেটা চালু করা হবে। পুরনো পেনশন স্কিম এবং ন্যাশনাল পেনশন সিস্টেমের (NPS) মিশিয়ে অভিন্ন পেনশন স্কিম তৈরি করা হয়েছে। তাতে কী কী সুবিধা মিলবে? সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সংশয়ও দূর করেন।

ইউপিএস এর প্রধান বৈশিষ্ট্য হল:
১ )
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১০ বছর চাকরি করলে প্রতি মাসে ন্যূনতম ১০,০০০ টাকা পেনশন মিলবে। কেন্দ্রীয় সরকারের তরফে যে নতুন ‘ইউনিফায়েড পেনশন স্কিম’-এ অনুমোদন দেওয়া হল, তাতে এমনই নিয়ম আছে। ওই নিয়ম অনুযায়ী, 'ন্যূনতম ১০ বছরের চাকরির পরে নিশ্চিত ন্যূনতম পেনশন হিসেবে মাসিক ১০,০০০ টাকা মিলবে।
২) তাছাড়াও ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় ৫০ শতাংশ নিশ্চিত পেনশন মিলবে। যাঁরা ২৫ বছর চাকরির পরে অবসর গ্রহণ করছেন, তাঁরা সেই সুবিধা পাবেন। নিয়ম অনুযায়ী, চাকরি জীবনের শেষ ১২ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে বেসিক স্যালারি পেয়েছেন, সেটার গড় করা হবে। নিশ্চিতভাবে সেটার ৫০ শতাংশ পেনশন মিলবে।
৩) একইভাবে ফ্যামিলি বা পারিবারিক পেনশনের ক্ষেত্রেও নিশ্চিতভাবে ৬০ শতাংশ পেনশন পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারী প্রয়াত হলে তাঁর পরিবারের সদস্য নিশ্চিতভাবে ৬০ শতাংশ পেনশন পাবেন।
৪)ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায় অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিয়ারনেস রিলিফ পাবেন। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিয়ারনেস রিলিফ পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
৫) গ্রাচুইটি ছাড়াও সুপারঅ্যানুয়েশনে একক অর্থ প্রদান, অবসরের পরে গ্র্যাজুইটির পাশাপাশি একলপ্তে টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। প্রতি ছয় মাস কাজের জন্য মাসিক ভাতার (বেতন এবং ডিয়ারনেস অ্যালোওয়েন্স) দশ ভাগের এক ভাগ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।


Latest