Skip to content

খড়গপুর-২ নং ব্লকের সানকৃষ্ণ পুরে অনুষ্ঠিত হলো বার্ষিক শীতলা মনসা পূজা ও মিলন মেলা!

নিজস্ব প্রতিবেদন : বার্ষিক শীতলা ও মনসা পূজা উপলক্ষ্যে খড়গপুর ২ নং ব্লকের সানকৃষ্ণপুরে অনুষ্ঠিত হলো বার্ষিক দেশপূজা ও মিলন মেলা। গ্রামের প্রবীণ মানুষেরা জানান এখানার শীতলা - মনসা পূজা কয়োশো বছরের পুরনো।দশ বারো বছর আগে এখানকার মন্দির সংস্কার করে মন্দিরটিকে নবকলেবরে গড়ে তোলা হয়েছে। প্রতিবছর চৈত্র মাসের দ্বিতীয় শনিবার এই বিশেষ পূজা হয় এবং তাকে ঘিরে মিলন উৎসবে মাতেন গ্রামবাসীরা। এদিন প্রায় ১৫ হাজার মানুষ গ্রামে উপস্থিত হন।পুর্ণার্থীদের পাশাপাশি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবেরা গ্রামে ভীড় জমান। এখানকার দেবী দ্বয় খুব জাগ্রত বলে মনে করেন গ্রামের ধর্মপ্রাণ বাসিন্দারা। গ্রামের অন্যতম বর্ষীয়ান বাসিন্দা সুকুমার বেরা জানান এটিই তাঁদের গ্রামের সবচেয়ে বড় উৎসব। এই মন্দিরে দুর্গাপূজার নবমীতে দেবী দ্বয় দুর্গা রূপে পূজিতা হন।দেওয়ালীর দিন রঙীন আলোক মালায় সেজে ওঠে । গ্রামের বাসিন্দা অর্ণব বেরার আহ্বানে সাড়া দিয়ে মেদিনীপুর থেকে এবারের মিলন মেলায় উপস্থিত হয়েছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র ওঝা,সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, মেদিনীপুর সুইমিং ক্লাবের সম্পাদক পল্লব কিশোর চ্যাটার্জী, ক্লাবের কর্মকর্তা নীলয় ভাওয়াল,জেলা সুইমিং এসোসিয়েশন সম্পাদক শান্তনু ঘোষ,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক মণিকাঞ্চন রায় প্রমুখ। ছিলেন বিএসপিজি'র সম্পাদক , সভাপতি ও কলাকুশলীরা।এছাড়াও মেদিনীপুর-খড়গপুর বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এই ধরনের মিলন মেলায় যোগ দিতে পেরে খুশি।

Latest