Skip to content

খড়্গপুরে বিধানসভার অন্তর্গত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি!

অরিন্দম চক্রবর্তী : শনিবার ২রা আগস্ট সকাল থেকে শুরু হল খড়্গপুরে ২২৪ নম্বর বিধানসভার অন্তর্গত ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ প্রকল্প। বুথে বুথে সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর। খড়্গপুর পৌরসভার ১৪০,১৪১,১৪২,১৪৩ এই চারটি পার্টের সাধারণ মানুষদের সংস্থাগুলি তুলে ধরে সমাধানের চেষ্টা করা হবে। এই সিবির গুলির মাধ্যমে খড়্গপুর বিধানসভার ৩৮ টি জায়গার ৭৫টি স্থানে ১১২ টি শিবির করে গড়ে তিনটে করে বোর্ডে অন্তর্ভুক্ত হবে এই সমস্যাগুলি। প্রকল্পের শুভ সূচনা করেন মহকুমা শাসক যোগেশ পাটিল অশোক রাও,খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ।

এছাড়া ছিলেন ভাইস চেয়ারম্যান তৈমুর আলী, এক্সিকিউটিভ অফিসার তারাশঙ্কর প্রামাণিক, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, সূর্য প্রকাশ রাও, তপন প্রধান, অপূর্ব ঘোষ, রিতা পান্ডে, নমিতা চৌধুরী, জয়শ্রী পাল, বি হরিশ,রবি শঙ্কর পাণ্ডে, সি এইচ ভিষ্ণু প্রসাদ, দি বাসন্তী, ফিদা হোসেন ও আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।১. রাস্তার আলো ২. ⁠ছোট রাস্তার উন্নয়ন ৩. ⁠কমিউনিটি হলের মেরামতি ৪. ⁠উত্তরণ (বস্তি) গুলোর শৌচালয়ের উন্নয়ন ৫. ⁠পানীয় জলের সমস‍্যা ৬. ⁠জলাশয়ের সংস্কার ৭. ⁠স্কুলের মেরামতি ৮. ⁠সৌন্দর্যায়ন সহ যেকোনো সমস্যার কথা বলা যাবে শিবির গুলিতে। বুধ প্রতীক ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আগামী ৬০ দিন ধরে প্রায় ২৭ হাজারেরও বেশি ক্যাম্প চলবে গোটা রাজ্যজুড়ে। ১৫ নভেম্বরের মধ্যে ক্যাম্পে জমা পড়া সমস্যা সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

Latest